টাঙ্গাইলের ঘাটাইলে নানান কর্মসূচী মধ্য দিয়ে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ আয়োজনে ১০ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধা কার্যালয়ে সামনে পতাকা উত্তোন ও পুষ্পস্তবক অর্পণ করেন পরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বুধবার (১০ ডিসেম্বর) দিবসটি উপলক্ষ্যে উপজেলা শহিদ মিনারের সামনে মুক্তিযোদ্ধারা আয়োজনে এক আলোচনা সভা এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো মাহাবুবুল বাছিদ চানমিয়া সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ। সহকারী কমিশনার ভুমি মো জাহিদুর রহমান, ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান, বীরমুক্তিযোদ্ধা শাহনেওয়াজ, বীরমুক্তিযুদ্ধা শামছুল আলম মনি,বীরমুক্তিযোদ্ধ এমদাদুল হক খান হুমায়ুনসহ বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ।
Visited ১৮ times, ১ visit(s) today
এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

