মো.রায়হান মিয়া স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন যখন বিপর্যস্ত তখন অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।
রবিবার (২৮ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার মো: আবু সাঈদ এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক রাতে উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের পাঁচটিকড়ী ও আথাইল শিমুলের ৫০ (পঞ্চাশ) টি পরিবারের নিকট সরকারের পক্ষ থেকে দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের খাদ্যদ্রব্যের প্যাকেট হস্তান্তর করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ জানান রৈরি আবহাওয়া চলাকালীন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে ।
Visited ২৩ times, ১ visit(s) today
এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

