মোঃ রায়হান মিয়া স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ইটভাটার মালিককে ১লাখ ৫০ হাজার টাকা জরিমানা।
মঙ্গলবার ৬ জানুয়ারি দুপুরে ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের দক্ষিণ খিলগাতী এলাকায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মেসার্স এস. আর. এন. ইটভাটার ম্যানেজারকে কৃষি জমি থেকে অবৈধ মাটি কাটার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি জাহিদুর রহমান। তিনি জানান জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটা প্রতিরোধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Visited ২৪ times, ১ visit(s) today
এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

