ঢাকারবিবার , ১৮ মে ২০২৫
  1. আবহাওয়া
  2. ইতিহাস
  3. কালিহাতী
  4. খেলা
  5. গোপালপুর
  6. ঘাটাইল
  7. জাতীয়
  8. টাঙ্গাইল সদর
  9. দেলদুয়ার
  10. ধনবাড়ী
  11. নাগরপুর
  12. বাসাইল
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভূঞাপুর
 
আজকের সর্বশেষ খবর

টাঙ্গাইলে কৃষক হত্যায় মা মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড

admin
মে ১৮, ২০২৫ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলে কৃষক হত্যায় মা মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড

 

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল সদর উপজেলা কাতুলী গ্রামের কৃষক মো. শামসুল হত্যা মামলায় একই গ্রামের মা ও মেয়েকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল জজ দিলারা আলো চন্দনা এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হচ্ছেন, কাকুয়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী রাহিমন ও তার মেয়ে রোজিনা।

স্পেশাল জজ আদালতের সরকারি কৌশুলী (পিপি) আইনজীবী মো. শাহজাহান কবীর জানান, ২০১৪ কালের ১৯ ফেব্রুয়ারি সকালে শামসুল বাড়ির পাশে ফসলি জমিতে কাজ করতে ছিলেন। পূর্ব শত্রুতারা জেরে ওই গ্রামের আব্দুর রাজ্জাক, তার স্ত্রী রাহিমন, মেয়ে রোজিনা ও ছেলে রফিকুল ইসলাম দেশীয় অস্ত্র নিয়ে শামসুল বেধরক মারধর করে। পরে শামসুল আলমকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেয়ার পর শামসুল মারা যান।

তিনি আরও জানান, ঘটনার পর ওই বছরের ২২ ফেব্রুয়ারি শামসুলের স্ত্রী জামিরন বেগম বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা করেন। ওই বছরের ৭ সেপ্টেম্বর পুলিশ আব্দুর রাজ্জাক, তার স্ত্রী রাহিমন, মেয়ে রোজিনা ও ছেলে রফিকুল ইসলামের নামে আদালতে অভিযোগ পত্র জমা দেন। ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর প্রধান আসামী আব্দুর রাজ্জাক মৃত্যুবরণ করার পর ২০২১ সালের ১৯ আগস্ট অপর তিন জনের নামে আদালতে চার্জশীট জমা দেন। রফিকুল ইসলাম শিশু হওয়ায় শিশু আদালতে তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছেন।

আইনজীবী মো. শাহজাহান কবীর বলেন, আমরা সঠিক বিচার পেয়েছি। রফিকুল ইসলামের বিচার কার্যক্রম দ্রুত শেষ হবে।

মামলার বাদি জামিরন বেগম বলেন, আমি সঠিক বিচার পেয়েছি। রফিকুল ইসলামকে অভিযোগ পত্রে শিশু উল্লেখ করলেও তিনি শিশু নয়। তার ফাঁসি দাবি করছি।

 

 

 

Visited ৩ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।