ঢাকাশুক্রবার , ৯ মে ২০২৫
  1. আবহাওয়া
  2. ইতিহাস
  3. কালিহাতী
  4. খেলা
  5. গোপালপুর
  6. ঘাটাইল
  7. জাতীয়
  8. টাঙ্গাইল সদর
  9. দেলদুয়ার
  10. ধনবাড়ী
  11. নাগরপুর
  12. বাসাইল
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভূঞাপুর
 
আজকের সর্বশেষ খবর

কলেজ ছাত্রকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা!

গাজীপুর প্রতিনিধি
মে ৯, ২০২৫ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরে হাফ ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে এক কলেজ ছাত্রকে চলন্ত মিনিবাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে মহানগরীর পোড়াবাড়ী এলাকায় তাকওয়া পরিবহনের একটি মিনিবাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটায়।

নিহত শিক্ষার্থীর নাম সিয়াম (১৯)। তিনি স্থানীয় রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তিনি গাজীপুর সদর উপজেলার বাউপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিয়াম পোড়াবাড়ী এলাকায় দাঁড়িয়ে থাকা তাকওয়া পরিবহনের মিনিবাসে উঠেন। বাসে উঠার পর হেলপারের সঙ্গে তার হাফ ভাড়া নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাসের হেলপার সিয়ামকে ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেয়। এতে সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন সিয়াম। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্থানীয়রা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো: রাফিউল করিম জানান, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।

এদিকে, নিহত সিয়ামের সহপাঠীরা ও স্থানীয়রা দাবি করেছেন, বাসের হেলপারদের অমানবিক আচরণ ও হাফ ভাড়া নিয়ে অহেতুক বিরোধের কারণে এ ধরনের ঘটনা ঘটছে। তারা পরিবহন শ্রমিকদের প্রতি কঠোর নজরদারি ও শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় গাজীপুরে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

Visited ১ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।