ঢাকাসোমবার , ১৯ মে ২০২৫
  1. আবহাওয়া
  2. ইতিহাস
  3. কালিহাতী
  4. খেলা
  5. গোপালপুর
  6. ঘাটাইল
  7. জাতীয়
  8. টাঙ্গাইল সদর
  9. দেলদুয়ার
  10. ধনবাড়ী
  11. নাগরপুর
  12. বাসাইল
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভূঞাপুর
 
আজকের সর্বশেষ খবর

সকল রাজনৈতিক দলকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান তারেক রহমানের

admin
মে ১৯, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সকল রাজনৈতিক দলকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার সন্ধ্যায় আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট, ইউকে কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে ২০২৪ -এর বিজয়ী টিমের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান। এসময় তিনি বাংলদেশের সকল পর্যায়ের বিশেষ করে স্পোর্টসকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে ও ছেলে-মেয়েদের খেলাধুলায় পারদর্শী করতে আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তন নিয়ে আসতে স্কুলের সিলেবাসে পরিবর্তন নিয়ে আসার ডাইনামিক পরিকল্পনার কথা জানান।
আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট, ইউকের সভাপতি শেখ নাসের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরফরাজ সরফুর সঞ্চালনায় উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরাফাত রহমান কোকো সম্পর্কে তারেক রহমান বলেন, কোকোর সম্পর্কে বড় ভাই হিসেবে আমি একটা কথাই বলবো একজন বড় ভাই তার ছোট ভাই সম্পর্কে গর্ব করার মতো কম বেশি যা দরকার সবই আমার ছোট ভাই কোকোর মধ্যে ছিল। কোকো একজন স্পোর্টসম্যান ছিল, একজন ক্রীড়াবিদ ছিল। আর আমি রাজনীতিতে সম্পৃক্ত হয়েছিলাম। আমি একজন রাজনৈতিক কর্মী, কোকো তার অবস্থান থেকে চেষ্টা করেছে বাংলদেশের ক্রীড়া ব্যবস্থার জন্য অবদান রাখতে। যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করেছে। কী কী করেছে, কতটুকু করেছে যারা বাংলাদেশে খেলেন, খেলোয়াড় আছেন তারা জানেন। সবাই বলছেন এবং ভবিষ্যতেও বলবেন। এতেই প্রমাণিত হয় কিছু হলেও বাংলাদেশের ক্রীড়া জগতের জন্য ভালো কিছু করেছে কোকো। যে জন্য বড় ভাই হিসেবে আমি অত্যন্ত গর্ববোধ করি। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে পুরো বিষয়কে ভিন্নভাবে দেখি। একজন রাজনৈতিক কর্মী ও রাজনীতিবিদের সাথে অনেকগুলো বিষয় থাকে যেমন ক্রীড়া থাকে, তেমন শিক্ষা ব্যবস্থার বিষয় থাকে, যেমন দেশের মানুষের কর্মসংস্থানের বিষয় থাকে, ঠিক তেমনিভাবে দেশের মানুষে স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা থাকে।

খেলাধুলা নিয়ে নিজের ভাবনা জানাতে গিয়ে তিনি বলেন, ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আগামীতে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে কীভাবে বাংলাদেশের ক্রীড়াটাকে সাজানো যায় এবং দেশের আগামীর ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদের মধ্যে থেকে বিভিন্ন খেলোয়াড়দেরকে বের করে নিয়ে আসা যায় এবং সে হিসেবে স্কুল লেভেল থেকে বিভিন্ন খেলার জন্য খেলোয়াড় বের করে আনবো।

এসময় তারেক রহামন আরো বলেন, বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে আমরা ভিন্নভাবে সাজাবো। ছেলেমেয়েরা শুধু পড়ালেখা করবে না, তাদেরকে খেলতেও হবে। এর কারণ একজন মানুষ যখন শারীরিকভাবে নড়াচড়া করে তখন খুব স্বাভাবিকভাবে শরীরে রক্ত চলাচল করবে। রক্ত চলাচল যত বাড়বে ব্রেইনে অক্সিজেন সরবরাহ তত বেশি বাড়বে। তখন তার চিন্তাশক্তিও বাড়বে। এর অর্থ যে, ছেলেমেয়েরা খেলাধুলা যত বেশি করবে তার মধ্যে পড়ালেখাও বাড়বে। তাই পড়ালেখা ভালো করতে হলে খেলাধুলাও বেশি করতে হবে।

এসময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সর্বত্র ছেলেমেয়েদের খেলাধুলার মাঠের অভাব রয়েছে।ঢাকা শহরে ছলেমেয়েদের খেলাধুলার জন্য সবুজ মাঠ বাড়াতে প্রতি দুটি ওয়ার্ডের মাঝে একটি সবুজ পার্ক তৈরি করার করা দরকার। এক্ষেত্রে লন্ডনের পার্কগুলোকে উদাহরণ হিসেবে নেয়া যায়। লন্ডনের কিছু জায়গা পরপর সবুজ গাছপালা বেষ্টিত পার্ক রয়েছে। আমাদের দেশে শহরগুলোতেও এরকম পার্ক দরকার।

ছেলেমেয়েদের খেলাধুলাকে আরো গতিশীল করতে স্কুলের সিলেবাসে পরিবর্তন নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরো বলেন , সিলেবাসে সব বিষয়েই ১০০ নম্বর থাকে। সেখান থেকে ২০ নম্বর কমিয়ে ৮০ নম্বরে নিয়ে আসা হবে। ওই ২০ নম্বর এর জন্য পাঁচিটি স্পোর্টস বিষয় বাধ্যতামূলক করে দেয়া হবে। একজন শিক্ষার্থী ২০ নম্বরের জন্য পাঁচিটি স্পোর্টস বিষয়ের যেকোনো একটি বেছে নেবে। ফলে ছেলে-মেয়েরা ঘরে বসে থাকবে না তারা খেলাধুলায় মনোযোগী ও পারদর্শী হবে। এতে তাদের পড়ালেখায় মনোযোগী হতে সাহায্য করবে। এভাবে দেশের স্কুলগুলো থেকে মেধাবী খেলোয়াড়দের বাছাই করে আগামী ২০২৮ সালের অলম্পিকে অংশগ্রহণ করার জন্য সবরকম প্রস্তুত করানো হবে। যাতে তারা দেশের সুনাম বয়ে নিয়ে আসতে পারে। যারা দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসবে তাদের প্রস্তুতির সময়ে সকল সাপোর্ট সরকার বহন করবে। এরই মধ্যে যদি বিএনপির সরকার গঠন করে তাহলে তাদের সকল প্রস্তুতির বিএনপি সরকার বহন করবে।

দেশে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষ আন্দোলন সংগ্রাম করেছে । বহু মানুষ তাদের জীবন দিয়েছে। এখন দেশ গড়ার পালা। তাই সবার কাছে আমার আহ্বান- আসুন সবাই মিলে কাঁধে কাঁধ রেখে দেশটা গড়ি। আমাদের মধ্যে বিভিন্ন মতপার্থক্য থাকতেই পারে। এটাই স্বাভাবিক কিন্তু দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া, দেশের মানুষদের নিরাপদ রাখা, সবাইকে কর্মসংস্থান করে দেয়া, দেশে আইনি শাসন প্রতিষ্ঠার মতো বিষয়গুলোতে কারো দ্বিমত থাকার কথা না। আসুন আমরা সকলে মিলে যেন, সকল রাজনৈতিক দল একসঙ্গে মিলে কাজ করতে পারি দেশটাকে গড়তে পাড়ি, দেশটাকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক সাবেক ফুটবলার আমিনুল হকসহ যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মী ও কমিউনিটির অতিথিবৃন্দ।

 

Visited ৬ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।