ঢাকাশনিবার , ১০ মে ২০২৫
  1. আবহাওয়া
  2. ইতিহাস
  3. কালিহাতী
  4. খেলা
  5. গোপালপুর
  6. ঘাটাইল
  7. জাতীয়
  8. টাঙ্গাইল সদর
  9. দেলদুয়ার
  10. ধনবাড়ী
  11. নাগরপুর
  12. বাসাইল
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভূঞাপুর
 
আজকের সর্বশেষ খবর

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশে সভা সমাবেশ নিষিদ্ধ!

admin
মে ১০, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর পক্ষ থেকে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আজ ১০ মে রোজ শনিবার সকালে এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষিদ্ধ এলাকার মধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড় ও মিন্টো রোড অন্তর্ভুক্ত রয়েছে।

এ সিদ্ধান্ত জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ধরনের সমাবেশ বা মিছিল করলে তা বেআইনি হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, “সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত এলাকায় কোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো

সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দা ও পথচারীদের এই নিষেধাজ্ঞা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।

Visited ২ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।