ঢাকাশনিবার , ১০ মে ২০২৫
  1. আবহাওয়া
  2. ইতিহাস
  3. কালিহাতী
  4. খেলা
  5. গোপালপুর
  6. ঘাটাইল
  7. জাতীয়
  8. টাঙ্গাইল সদর
  9. দেলদুয়ার
  10. ধনবাড়ী
  11. নাগরপুর
  12. বাসাইল
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভূঞাপুর
 
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জ জেলা জামায়াতের সকল আমীরবৃন্দ ও তাদের দায়িত্বকাল।

admin
মে ১০, ২০২৫ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

স্বাধীনতার পরে কিশোরগঞ্জ মহকুমায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সংখ্যা দাড়ায় ২ জনে। ডা. আযীযুল হক ও মাস্টার আব্দুল করীম। ১৯৭২ সনের সংবিধানে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার ফলে, ১৯৭৫ সনে জিয়াউর রহমান কর্তৃক ধর্মীয় রাজনীতির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পূর্ব পর্যন্ত, আন্ডারগ্রাউন্ড অবস্থায় সারা দেশের ন্যায় কিশোরগঞ্জে সংগঠনের কাজ চলতে থাকে। ১৯৭৫ সনে ধর্মীয় রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সারা দেশের ন্যায় কিশোরগঞ্জ জেলায় সকল কাজ যথারীতি চালু হয়।
১৯৭৯ সনে ডিসেম্বর মাসে কেন্দ্রীয় জামায়াতের সিদ্ধান্তে বৃহত্তর মোমেনশাহী জেলাকে ৫টি সাংগঠনিক জেলায় বিভক্ত করা হয়। ১৯৮০ সন থেকে কিশোরগঞ্জ সাংগঠনিক জেলার মর্যাদা লাভ করে।
➤কিশোরগঞ্জ জেলার প্রথম আমীর:
ডা. আযীযুল হক। তিনি ১৯৮০-৮৭ সন পর্যন্ত জেলা আমীর ছিলেন।
➤দ্বিতীয় আমীর:
মাওলানা মুহাম্মদ তৈয়বুজ্জামান। তিনি ১৯৮৮-০৯ সন পর্যন্ত জেলা আমীর ছিলেন
➤তৃতীয় জেলা আমীর:
অধ্যাপক মো. আবদুস সালাম। তিনি ২০১০-১৬ সন পর্যন্ত জেলা আমীর ছিলেন।
➤বর্তমান জেলা আমীর:
অধ্যাপক মো. রমজান আলী। তিনি ২০১৭ সন থেকে অদ্যবদি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
পিটিএন/#জুনায়েদ সাকি
Visited ১ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।