ঢাকাশনিবার , ১০ মে ২০২৫
  1. আবহাওয়া
  2. ইতিহাস
  3. কালিহাতী
  4. খেলা
  5. গোপালপুর
  6. ঘাটাইল
  7. জাতীয়
  8. টাঙ্গাইল সদর
  9. দেলদুয়ার
  10. ধনবাড়ী
  11. নাগরপুর
  12. বাসাইল
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভূঞাপুর
 
আজকের সর্বশেষ খবর

ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে হারলো বাংলাদেশ।

ক্রিড়া ডেস্ক
মে ১০, ২০২৫ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ড ‘এ’ দলকে ৪ উইকেটে পরাজয়ের ফলে হোয়াইট ওয়াশ এর স্বপ্ন পূরণ না হলেও ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ ‘এ’ দল।

এই ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল আগে ব্যাট করে ২২৭ রানে অলআউট হয়। ৪ নম্বরে নামা ইয়াসির আলি রাব্বি ৬৩ রান করেন। ৮ নম্বরে নামা নাসুম আহমেদ ৬৭ রানের ইনিংস খেলেন। এই দুই ব্যাটারের দৃঢ়তায় বাংলাদেশ ‘এ’ দল ২০০ রান পার করতে সক্ষম হয়।

জবাবে নিউজিল্যান্ড ‘এ’ দল ৪৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩১ রান তুলে জয় নিশ্চিত করে। ডিন ফক্সক্রফট ৩৬ ও জ্যাক ফোলকেস ২৮ রানে অপরাজিত থাকেন। তাদের ৬৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে সফরকারীরা জয় পায়।

এই পরাজয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ ‘এ’ দল। তৃতীয় ওয়ানডেতে হোয়াইটওয়াশের সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি তারা। তবে সিরিজ জয় বাংলাদেশের জন্য একটি বড় অর্জন।

আগামী ১৪ মে থেকে সিলেটে শুরু হবে চার দিনের ম্যাচ সিরিজ। এই সিরিজে বাংলাদেশ ‘এ’ দল তাদের শক্তি আরও দৃঢ় করতে চাইবে।

Visited ১ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।