জন সচেতনতা বৃদ্ধির লক্ষে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দিন ব্যাপি উপজেলার রসুলপুর ইউনিয়নের পেচারআটা মোড়, মাষ্টার বাড়ি মোড়, পৌর এলাকার কলেজ মোড়ে ট্রাফিক স্কুল ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
বিভিন্ন পথচারীকে লিফলেট বিতরণ, হেলমেট পরিহিতদের ফুলদিয়ে শুভেচ্ছা জানানো হয়, যাদের হেলমেট নেই তাদের কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত ও ট্রাফিক স্কুল পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ। এ সময় ২৩জন কে ২০হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাইদ জানান আমাদের কার্যক্রম জনসচেতনতা বৃদ্ধির লক্ষ এ অভিযান চলমান থাকবে।