ঢাকাশুক্রবার , ১৬ মে ২০২৫
  1. আবহাওয়া
  2. ইতিহাস
  3. কালিহাতী
  4. খেলা
  5. গোপালপুর
  6. ঘাটাইল
  7. জাতীয়
  8. টাঙ্গাইল সদর
  9. দেলদুয়ার
  10. ধনবাড়ী
  11. নাগরপুর
  12. বাসাইল
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভূঞাপুর
 
আজকের সর্বশেষ খবর

ঘাটাইলে স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

admin
মে ১৬, ২০২৫ ৮:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের ঘাটাইলে স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত হয়েছে।গতকাল স্কুলে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দেউলাবাড়ি ইউনিয়নের রতনবরিষ নামক স্থানে মোটরসাইকেল করে স্কুলে যাওয়ার পথে বিপরীত দিক দিয়ে আসা পিকাপভ্যানের চাপায় ধলাপাড়া ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয় ধর্মীয় শিক্ষক মিজানুর রহমানের মর্মান্তিক মৃত্যু ঘটে। নিহত মিজানুর রহমান(৩২) ধানবাড়ি উপজেলার জদুনাথপুর কলহকোড়া গ্রামের মৃত আ: রহিম মিয়ার ছোট ছেলে। নিহত মিজানুর চার ভাই বোনের মধ্যে সবার ছোট তিনি। কষ্ট করেই লেখাপড়া শেষ করেই এনটিআরসি নিয়োগে সদ্য চাকুরি হয় ঘাটাইলের ধলাপাড়া ছমির উদ্দিন গণ উচ্চ বিদ্যালয়ে। দীর্ঘদিন যাবত চাকুরী সুবাদে ঘাটাইলের রতনবরিষ গ্রামে স্ত্রী নিয়ে শশুর বাড়িতেই থাকতেন মিজান।শশুর বাড়ি থেকেই নিয়মিত স্কুলে যাতায়াত করতেন।এ মর্মান্তিক ঘটনা নিয়ে আত্মীয় স্বজনের আহাজারি। নিহতের ভাই যেন মেনেই নিতে পারছে না ভাইয়ের অকাল মৃত্যু। এ ঘটনায় শোকের মাতম বইছে এলাকায়।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম জানান নিহতের পরিবার থেকে কোন প্রকার অভিযোগ হয়নি। লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

Visited ২০ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।