শনিবার (১৭মে) দুপুরে ঘাটাইল কলেজ মোড় চত্বরে ‘রিপোর্টার্স ইউনিটি, ঘাটাইল’-এর আয়োজনে এবং জাসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন ডা. আব্দুস সাত্তার-এর সৌজন্যে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "হেলমেট শুধু আইন মেনে চলার বিষয় নয়, এটি জীবন বাঁচানোর একটি বড় উপায়। হেলমেট ব্যবহারে অভ্যস্ত হলে দুর্ঘটনায় প্রাণহানির হার অনেক কমে যাবে।"
উদ্যোক্তারা কর্মসূচির অংশ হিসেবে সড়কে চলাচলকারী মোটরসাইকেল আরোহীদের থামিয়ে তাদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করেন। পাশাপাশি হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা ও আইনগত দিক তুলে ধরে সচেতনতামূলক পরামর্শ দেন।
লায়ন ডা. আব্দুস সাত্তার বলেন, “প্রতিদিন অসংখ্য প্রাণ চলে যাচ্ছে শুধুমাত্র হেলমেট না পরার কারণে। তাই সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে এ উদ্যোগ নিয়েছি।”
পথচারী, চালক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। ব্যানার, পোস্টার ও সরাসরি আলোচনার মাধ্যমে হেলমেটের গুরুত্ব তুলে ধরা হয়।
উল্লেখ্য, ভবিষ্যতেও এমন কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আয়োজক সংগঠন।