ঘাটাইল প্রতিনিধি
“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে ঘাটাইলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদ্যাপন উপলক্ষে শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা অনুষ্ঠিত।
গত শনিবার ১০ মে সকাল ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজনে পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঘাটাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রাফিউল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সাবরিন আক্তার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, প্রাথমিক শিক্ষক সমিতির ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রহমান তালুকদারসহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী। শেষে শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।