ঘাটাইল কিন্ডারগার্ডেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত গণিত অলিম্পিয়াড ও শিশু বৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
এ উপলক্ষে গতকাল সময় উপজেলা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
ঘাটাইল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশ এর সভাপতি এস এম আব্দুল লতিফ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ। অনুষ্ঠানটির উদ্বোধন করেন জা সা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন ডা:এম এ সাত্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ঘাটাইল কিন্ডারগার্ডেন এসোসিয়েশন এর বৃত্তি পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ সাজ্জাদুর রহমান। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
Visited ১৪ times, ১ visit(s) today
এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।