ঢাকাশনিবার , ১০ মে ২০২৫
  1. আবহাওয়া
  2. ইতিহাস
  3. কালিহাতী
  4. খেলা
  5. গোপালপুর
  6. ঘাটাইল
  7. জাতীয়
  8. টাঙ্গাইল সদর
  9. দেলদুয়ার
  10. ধনবাড়ী
  11. নাগরপুর
  12. বাসাইল
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভূঞাপুর
 
আজকের সর্বশেষ খবর

অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে ধর্ষণ ও মারার হুমকির অভিযোগ; অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া ও অহনার

নিজস্ব প্রতিবেদক
মে ১০, ২০২৫ ১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশের চলচ্চিত্র জগতে একের পর এক বিতর্কের জন্ম দিয়েছেন অভিনেতা শামীম হাসান সরকার। সম্প্রতি, অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া তার বিরুদ্ধে ধর্ষণ ও মারার হুমকির অভিযোগ এনেছেন। অভিনেত্রী প্রিয়া দাবি করেন, শুটিং সেটে শামীম তাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করেছেন। এদিকে, শামীম এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

এই ঘটনায় অভিনেত্রী অহনা শামীমের মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, শামীমের মন্তব্য তাকে সমাজের কাছে হেয় করেছে এবং তার পারিবারিক শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন। অহনা আরও দাবি করেন, শামীমের বিরুদ্ধে ধর্ষণের হুমকির মতো অভিযোগ এসেছে, তাহলে কি এসব ঢাকতেই তাকে টানা হয়েছে?

অভিনেত্রী ও বাচিকশিল্পী সিফাত বন্যাও শামীম হাসান সরকারের বিরুদ্ধে শুটিং সেটে খারাপ আচরণের অভিযোগ এনেছেন। তিনি জানান, শুটিং সেটে শামীম তাকে জুতা দিয়ে পিটাতে চেয়েছিলেন।

এই সমস্ত অভিযোগ ও বিতর্ক বাংলাদেশের বিনোদন জগতে আলোচনার সৃষ্টি করেছে। যদিও অভিযুক্তরা এসব অভিযোগ অস্বীকার করেছেন, তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

Visited ১ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।