ঢাকাবুধবার , ১৪ মে ২০২৫
  1. আবহাওয়া
  2. ইতিহাস
  3. কালিহাতী
  4. খেলা
  5. গোপালপুর
  6. ঘাটাইল
  7. জাতীয়
  8. টাঙ্গাইল সদর
  9. দেলদুয়ার
  10. ধনবাড়ী
  11. নাগরপুর
  12. বাসাইল
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভূঞাপুর
 
আজকের সর্বশেষ খবর

টাঙ্গাইলে বিএনপি’র কেন্দ্রীয় নেতার কারখানায় ডাকাতি ৯ ডাকাত গ্রেপ্তার

admin
মে ১৪, ২০২৫ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের মধুপুরে বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের আনাম গ্রীণ ফুয়েল এনার্জি রিসোর্সে কারখানায় ডাকাতির ঘটনায় ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মামুন , মাসুদ, সুরুজ আলী, নাঈম, রাসেল, কাজল, রাশেদুল, নান্নু,বেল্লাল হোসেন। এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ গাড়ি, ২৫০ কেজি ট্রান্সমিটার,৮০ কেজি তামার তার, মেইন তামার তার ১৬ ফিট,জেনারেটর তামার তার ২০ ফিট,১২ ভোল্টের ব্যাটারি ও ১৪৮ কেজি সিসা উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মিজানুর রহমান সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সুপার বলেন, গত ৩ মে মধুপুরের মহিষমারা এলাকায় অবস্থিত আনাম গ্রীণ ফুয়েল এনার্জি রিসোর্সে ফ্যাক্টরীতে একটি ডাকাতীর ঘটনা ঘটে। পরে এ ঘটনায় কারখানার ইনচার্জ তাজুল ইসলাম বাদি হয়ে মধুপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পরে তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে বুধবার আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে প্রথমে কাজল ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখার তথ্যের ভিত্তিতে অন্যদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

Visited ৬৩ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।