ঢাকাশনিবার , ১৭ মে ২০২৫
  1. আবহাওয়া
  2. ইতিহাস
  3. কালিহাতী
  4. খেলা
  5. গোপালপুর
  6. ঘাটাইল
  7. জাতীয়
  8. টাঙ্গাইল সদর
  9. দেলদুয়ার
  10. ধনবাড়ী
  11. নাগরপুর
  12. বাসাইল
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভূঞাপুর
 
আজকের সর্বশেষ খবর

টটেনহ্যামকে হারাল ভিলা

admin
মে ১৭, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) শুক্রবার রাতে ঘরের মাঠে টটেনহ্যামকে ২-০ গোলে হারিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে অ্যাস্টন ভিলা।

গুরুত্বপূর্ণ ম্যাচে রাতে মুখোমুখি হয় অ্যাস্টন ভিলা ও টটেনহ্যাম হটস্পার। ম্যাচের প্রথমার্ধে একটি করে ভালো সুযোগ পেয়েছিল দুই দলই। কিন্তু ভিলা কিপার এমিলিয়ানো মার্টিনেজ এবং টটেনহ্যামের গোলরক্ষক আন্তনিন কিন্সকি দারুণ সেভ করলে গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। ৫৯ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ভিলা। ওয়াটকিন্সের অ্যাসিস্টে গোল করেন এজরি কোন্সা। ৭৩ মিনিটে দ্বিতীয় গোল পায় অ্যাস্টন ভিলা। এবার এমরির দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন বুবাকার কামারা। ২-০ গোলের জয়ে ম্যানচেস্টার সিটিকে টপকে টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে অ্যাস্টন ভিলা।

অ্যাস্টন ভিলা ম্যানেজার উনাই এমেরি বলেন, ‘চ্যাম্পিয়নস লিগে জায়গা পেলে সেটা হবে দারুণ কিছু। আমরা দারুণ ফর্মে আছি, মৌসুমটা দারুণ কাটছে।’

তবে ভিলার সামনে সমীকরণ বেশ কঠিন। ওল্ড ট্র্যাফোর্ডে ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাতে হবে এবং একইসঙ্গে টেবিলে প্রতিদ্বন্দ্বীদের পয়েন্ট খোয়ানোর প্রার্থনা করতে হবে।

পঞ্চম স্থানে থাকা ভিলার চেয়ে এক ম্যাচ কম খেলে ৬৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ম্যানচেস্টার সিটি।

 

Visited ৭ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।
 
এই সপ্তাহের পাঠকপ্রিয়